PROFESSIONAL SEO TRAINING
মেয়াদ3 MONTH | ক্লাসSAT, THU | রেজিস্ট্রেশনOFFLINE CLASS: |
আমরা সবাই সার্চ ইন্জিন এর সাথে মোটামুটি পরিচিত। Google, Yahoo, Bing ইত্যাদি হচ্ছে সার্চ ইঞ্জিন। এর মধ্যে Google সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন।এখানে আপনি কোন বিষয় জানার জন্য সার্চ করলে সে অনুযায়ী সবচেয়ে ভাল তথ্যবহুল যে সাইট টি আছে আপনাকে সেটা দেখাবে। যেখানে ভিজিট করলে আপনি আপনার কাঙ্খিত তথ্য গুলো পাবেন। এভাবে আপনি আপনার সাইটটি যেভাবে গুগলের টপে নিয়ে আসবেন এটাই এস ই ও এর কাজ। অর্থাৎ গুগল বা যে কোন সার্চ ইন্জিন এ আপনি যেভাবে করে নিজের সাইটকে সবার উপরে প্রথম পেজ এ আনবেন এই কাজটাকেই এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ।
আর এটা যদি আপনার সাইট হয় তাহলে আপনার কেমন হবে বুঝতেই পারছেন? কারন আপনি নিজের থেকে একটা জিনিস ভাবুন আপনি যদি কোন বিষয় জানার জন্য সার্চ করেন তখন সার্চ রেজাল্ট এর সাইট গুলোর কোন সাইট টাতে আপনি ক্লিক করেন? প্রথম টাতে নাকি পরের গুলোতে? এভাবে সব ধরনের বিষয়ের ক্ষেত্রে একই রকম। আর মানুষ এই কারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জানা থাকলে সার্চ ইঞ্জিন থেকে ফ্রী ভিজিটর যে রকম আনা যায়, সেরকম গুগলকে প্রতি মাসে হাজারের উপর ডলার দেওয়া থেকে বেচে যাওয়া যায়। এটা আরেকটু পরিস্কার করি যেমন আপনি যখন গুগলে কোন বিষয় লিখে সার্চ দেন দেখবেন প্রথম কিছু পেইড এড শো করে। এই কী ওয়ার্ডে সার্চ দিলে এই সাইট টি প্রথমে শো করার জন্য গুগল কে পেইড করতে হয়েছে। আর এ জন্য এক কথায় বলা যায় যে, কোন ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনাকে শিখতেই হবে।
১মক্লাস
এসইও কি এবং কেন? এসইও স্ট্রাটেজি এবং ক্যারিয়ার নিয়ে আলোচনা
২য়ক্লাস
ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং
৩য়ক্লাস
কিওয়ার্ড রিসার্চ ধারণা এবং টুলস
৪র্থক্লাস
এডভান্সড কিওয়ার্ড রিসার্চ
৫মক্লাস
অন পেজ অপটিমাইজেশন
৬ঠক্লাস
কন্টেন্ট অপটিমাইজেশন
৭মক্লাস
গুগল সার্চ কনসোল
৮মক্লাস
ওয়েব ২.০ এবং ওয়েবসাইট
৯মক্লাস
দক্ষতা যাচাই এবং মার্কেটপ্লেস (ফাইভার)
১০মক্লাস
ওয়ার্ডপ্রেস সেটআপ
১১ক্লাস
লাইভ ওয়ার্ডপ্রেস ক্লাস
১২ক্লাস
অফ পেজ অপটিমাইজেশন
১৩ক্লাস
আর্টিকেল রাইটিং
১৪ক্লাস
সোশ্যাল বুকমার্কিং
১৫ক্লাস
প্রোফাইল ব্যাকলিঙ্ক বিল্ডিং
১৬ক্লাস
ফোরাম এবং আনসারিং কমিউনিটি
১৭ক্লাস
ডিরেক্টরি সাবমিশন এবং লিঙ্ক হুইল
১৮ক্লাস
এক্সাম এবং ওভারভিও
১৯ক্লাস
গুগল এনালিটিক্স
২০ক্লাস
কম্পিটিটর এনালাইসিস
২১ক্লাস
লোকাল এস ই ও
২২ক্লাস
শোশ্যাল মিডিয়া মার্কেটিং
২৩ক্লাস
ফেসবুক বুস্টিং / ইমেইল মার্কেটিং
২৪ক্লাস
অনলাইন মার্কেটপ্লেস এবং আয়ের উৎস ।
কত দিনের কোর্স:
আমাদের এই কোর্সটিতে ০৩ মাস ব্যাপি প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনাকে আমরা প্র্যাক্টিক্যাল প্রশিক্ষণ দিয়ে দিব যাতে করে আপনি কোর্স শেষে মার্কেটপ্লেসে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে পারেন। কোর্স শেষে আপনার মাঝে যেন কোন প্রকার হতাশা না থাকে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন লাইফটাম সাপোর্ট এর সুবিধা।